জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১১ বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার (১৬ আগস্ট) উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার রাতে ওই শিশুর নানী বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন ওই শিশু পাশের বাড়ির কুদ্দুস শেখের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। সেখান থেকে ৫ সন্তানের জনক মিন্টু শেখ (৪৫) ওই শিশুকে ফুসলিয়ে বাড়ির অদূরে একটি পুকুর পাড়ে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।
ওই শিশুর নানী বলেন, ঘটনার দিন রাতে আমার নাতনী অসুস্থ হয়ে পড়ে। সে ইশারায় ইঙ্গিতে আমাকে তার ধর্ষণ হওয়ার কথা জানায়। এর আগে মিন্টু শেখ আমার নাতনীকে আমাদের বাড়ি নৌকায় করে নামিয়ে দিয়ে যায়। এরপর আমি যখন আমার নাতনীর কাছে মিন্টুর বিষয়ে জানতে চাই তখন সে মিন্টুর কথা বলে। এ ঘটনায় এলাকার লোকজন সালিশ দরবারের কথা বলে ঘুরানোর কারণে আমাদের মামলা করতে দেরি হয়েছে।
নাম প্রকাশ না করা শর্তে ওই গ্রামের একজন সমাজসেবক বলেন, মিন্টু শেখ একজন খারাপ চরিত্রের মানুষ। সে এ পর্যন্ত ৪টা বিয়ে করেছে। বর্তমানে তার ঘরে ২জন স্ত্রী রয়েছে। সে পূর্বেও এলাকায় এ ধরণের ঘটনা ঘটিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এস আই জসিম বলেন, ওই শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী মিন্টু শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে।