কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২২ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত ৩ টার দিকে তার মুত্যু হয়। ও্নউ যুবক উপজেলার বান্ধাবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।
বান্ধাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মহব্বত আলী গোলদার বলেন, ‘শুনেছি ওই যুবক কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছে।সোমবার দিবাগত রাত ৩ টার দিকে তার প্রচুর শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় পরিবারের লোকজন নাদিমকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন ‘
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, ‘মৃত ব্যক্তির নমুনা সংগ্রহকরে বাড়িটি লগডাউন করা হয়েছে।’