,

কোটালীপাড়ায় জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম।

বুধবার কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম এ প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বর্তমান সরকারের একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, আশ্রায়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশসহ ১০টি উন্নয়ন প্রকল্প বিষয় এ প্রেস ব্রিফিংয়ে তুলে ধরেন। এই প্রেস ব্রিফিংয়ে কোটালীপাড়ায় কর্মরত ২৮টি সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং শেষে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক এইচ এম কামাল হোসেন, গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর