গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উৎপাদনশীলতা বৃদ্ধির প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনা বিষয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ প্রজেক্টের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণটির উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিলন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, উপসহকারী কৃষি কর্মকর্তা বিকাশ সরকার উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।