,

কেনিয়ায় স্কুলে পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি স্কুলের শ্রেণিকক্ষ থেকে সিঁড়ি দিয়ে দ্রুত নামার সময় পদদলিত হয়ে অন্তত ১৪ শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৯ জন।

আঞ্চলিক পুলিশ কমান্ডার পেরিস কিম্যানির বরাতে সংবাদমাধ্যম দ্য ডেইলি নেশন জানায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে হতাহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

দেশটির শিক্ষামন্ত্রী জর্জ ম্যাগোহা সম্প্রচার মাধ্যম সিটিজেন টিভিকে বলেছেন, আমরা এখন পর্যন্ত ১৪ শিক্ষার্থীকে হারিয়েছি। তাদের একটা জীবন হারানো মানে জাতির বিরাট বড় ক্ষতি।

স্থানীয় রেড ক্রসের মুখপাত্র পেটার আবয়াও বলেন, শিক্ষার্থীরা স্কুলটির তৃতীয় তলা থেকে নামতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। আমরা আহত শিশুদের অনেককেই হাসপাতালে পাঠিয়েছি। সেখানে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুর্ঘটনায় আহত শিশুদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে কাকামেগা হাসপাতাল প্রাঙ্গণে উদ্বিগ্ন বাবা-মায়েরা অপেক্ষা করছেন।

এই বিভাগের আরও খবর