স্টাফ রিপোর্টার: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় বিপুল বিশ্বাস (২৫) নামে সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
যুবরাজ নামে একজন প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী হাসপাতালে জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তিনি এগিয়ে যান। তখন দেখতে পান, প্রাইভেটকারটি দ্রুত মহাখালীর দিকে চলে যাচ্ছে। আর পাশেই একটি সাইকেল ও রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে ছিলেন। পরে কয়েকজন পথচারী মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহত যুবকের ভাই দিলীপ চন্দ্র বিশ্বাস জানান, বিপুল বনানী এলাকার একটি ফার্মেসিতে কাজ করতেন। তিনি বিমানবন্দর এলাকায় র্যা ব সদরদপ্তরের পাশের একটি বাসায় ভাইয়ের সঙ্গে থাকতেন। প্রতিদিন সকালে তিনি সাইকেল নিয়ে বাসা থেকে বনানীর কর্মস্থলে যেতেন, আবার রাতে একইভাবে ফিরতেন।
বিপুল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তৈলাদি গ্রামের মরাল চন্দ্র বিশ্বাসের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে বিপুল ছিলেন তৃতীয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলক্ষেত থানাকে অবহিত করা হয়েছে।