কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত কুলাউড়ার উপর দিয়ে বয়ে যায় এ কালবৈশাখী ঝড়।
জানা যায়, কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশত কাঁচা ও টিনের চালা বিশিষ্ট ঘরবাড়ি ও গাছ উপড়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে বাড়িঘর ছাড়াও ফসলি জমি ও গাছ-গাছালির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বিডিনিউজ টেনকে বলেন, বিভিন্ন স্থানে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাণহানির কোনো ঘটনার খবর আমরা এখনো পাইনি।