বরিশাল: ট্রলারে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে কীর্তনখোলা নদীতে পড়ে দীপক ঘোষ দীপ (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
সোমবার (০২ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল নগর সংলগ্ন কীর্তনখোলা নদীর পূর্বপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নৌ-স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে যায় এবং ২ ঘণ্টাব্যাপী তল্লাশি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক ফারুক হোসেন বাংলানিউজকে জানান, দীপ কয়েকজন বন্ধুর সঙ্গে কীর্তনখোলা নদীতে ঘুরতে যায়। তখন হইহুলোর করতে গিয়ে নদীতে পড়ে যায় দীপ। সে সাঁতার জানকো না। বরিশাল নগরে যমুনা তেলের ডিপো’র সোজা নদীর পূর্ব পাড় থেকে ২০০ গজ ভেতরে সে ডুবে যায়। যেখানে নদীর প্রচুর স্রোত রয়েছে। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে পুনরায় তল্লাশি চালানো হবে।
দীপক বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকার মিন্টু ঘোষের ছেলে। সে গেলো এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।