,

কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোজাম্মেল হক (৫০) নামের এক বাক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি উপজেলার দিঘইর গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে ।

প্রতিবেশিরা জানান, কিশোরীর মা-বাবা দিনমজুরের কাজ করে। বিকেলে কিশোরী মেয়েটিকে বাড়িকে একা পেয়ে মোজাম্মেল হক তাদের ঘরে ঢুকে কিশোরীকে কথা আছে বলে ঘরের ভিতরে ডেকে নেয় এবং ধর্ষণের চেষ্টা করে। কিশোরী চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে মোজাম্মেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বড়াইগ্রাম থানা পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। কিশোরীর বাবা বাদী হয়ে মোজাম্মেলকে আসামী করে মামলা দায়ের করেছে।

এই বিভাগের আরও খবর