,

কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় জেলা যুবলীগ নেতা মনির হোসেন নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাই কিশোরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব সুমন।

শুক্রবার (২৫ জানুয়ারি) দিনগত রাত ৯টার দিকে কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত ইয়াকুব সুমনকে সঙ্কটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিনগত রাত ৯টার দিকে কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় শতাধিক মুখোশধারী সন্ত্রাসী ওয়ার্ড কাউন্সিলর ইয়াকুব সুমন ও তার ভাই মনির হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

অবস্থার অবনতি হওয়ায় দু’ভাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানকার চিকিৎসকরা।রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতাালে নেয়ার পর চিকিৎসকরা মনির হোসেনকে মৃত ঘোষণা করেন।

দুই ভাইয়ের উপর হামলা ছাড়াও আখড়া বাজার এলাকায় ইয়াকুব সুমন ও তার ভাই যুবলীগ নেতা মনির হোসেনের বাসাতেও ভাংচুর চালানো হয়।

হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে। তবে আটকদের নাম-ঠিকানা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। ওই ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবুবকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার পুলিশ অভিযান চালাচ্ছে।

এই বিভাগের আরও খবর