,

কাশ্মীরে স্কুলে ভয়াবহ বোমা হামলা

বোমা হামলায় পুড়ে ছাই হয়ে গেছে স্কুলের আসবাবপত্র

আন্তর্জাতিক ডেস্ক: বাঙালি শ্রমিকদের গুলি করে হত্যার রেশ এখনো কাটেনি। এরমধ্যেই কাশ্মীরে ফের হামলা চালাল সন্ত্রাসীরা। এবার তারা পেট্রোল বোমা ছুঁড়ে জ্বালিয়ে দিয়েছে একটি স্কুল। শুক্রবার (১ নভেম্বর) এই হামলা চালায় সন্ত্রাসীরা।

‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, সোপিয়ান জেলার কুমলান গ্রামের একটি সরকারি স্কুল আগুনে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। শনিবার (২ নভেম্বর) স্কুলটিতে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিস্থিতি বিবেচনায় ওই স্কুলে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

জানা গেছে, পেট্রোল বোমা ছুঁড়ে স্কুলটিতে আগুন লাগানো হয়েছে। সাম্প্রতিককালে এ নিয়ে দুবার সন্ত্রাসীরা স্কুল ভবনে হামলা চালাল।

৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ ঘোষণা করে ভারত সরকার। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে উপত্যকা জম্মু-কাশ্মীর এবং লাদাখ এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে।

এই বিভাগের আরও খবর