,

কাশ্মীরে পাক সেনাদের গুলিতে ভারতীয় জওয়ান নিহত

বিডিনিউজ ১০, আন্তর্জাতিকভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় বিনা প্ররোচনায় আক্রমণ চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ভয়াবহ সেই হামলায় এখন পর্যন্ত অন্তত ৪ ভারতীয় জওয়ান জখম হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক সেনা প্রাণহানি ঘটে। নিহত জওয়ান সীমান্তের ফরওয়ার্ড পোস্টে মোতায়েন ছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকাল ৪টায় জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে সংঘর্ষের ঘটনা ঘটে। চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ছোট আগ্নেয়াস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ার পর মর্টার শেল থেকে গোলাবর্ষণ করে পাক সেনারা।

পরবর্তীকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে পাক সেনাদের এই আক্রমণের তীব্র নিন্দা জানান ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। তখন ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও হামলাটির যথাযথ জবাব প্রদানের হুঁশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, ভারতের পাল্টা আঘাতে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় তখনো পাক-ভারত সেনাদের মধ্যে গোলাগুলি চলছিল।

এই বিভাগের আরও খবর