,

কাশ্মীরে দুই পুলিশসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জুম্মু কাশ্মীর ফের উত্তপ্ত হয়ে উঠেছে । উপত্যকাটিতে পুলিশ ও স্থানীয়দের মধ্যকার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন দুইজন পুলিশ ও দুইজন সাধারণ মানুষ। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন পুলিশ সদস্য।

এপির প্রতিবেদনে জানা যায়, শনিবার বরামুলার সোপোর এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল পুলিশ ও সিআরপি-র একটি যৌথ বাহিনী। এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশও পাল্টা গুলি চালালে হতাহতের ঘটনাটি ঘটে।

কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিংহ বলেন, নিহত দুই পুলিশ সদস্যের নাম ওয়াসিম আহমেদ ও সওকত আহমেদ। তারা দুজনই পুলিশের কনস্টেবল ছিলেন। এ হামলায় লস্কর-ই-তৈয়বার হাত রয়েছে বলে অভিযোগ করছেন দিলবাগ। একই সঙ্গে তিনি বলেন, হামলার স্থান সোপোরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।

এদিকে নিহতদের সমাধিস্থলে ভারতবিরোধী বিক্ষোভ করেছে স্থানীয়রা। তাদের দাবি হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর পুলিশ গুলি করে একজন সাধারণ মানুষকে হত্যা করে। এ ঘটানায় নিন্দা জানিয়েছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সমবেদনা জানিয়েছেন আহত ও নিহতদের পরিবারের প্রতি।

এই বিভাগের আরও খবর