,

কাশ্মীরে গুর্জর সদস্যকে অপহরণের পর হত্যা করল জঙ্গিরা

কাশ্মীরে অভিযান পরিচালনা করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: নিউজ এক্স

বিডিনিউজ ১০, আর্ন্তজাতিক ডেস্কভারতীয় সংবিধান সংশোধনের মাধ্যমে ভূস্বর্গ খ্যাত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় অঞ্চলটিতে ইতোমধ্যে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যা নিয়ে পরবর্তীতে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই প্রথম উপত্যকায় মাথাচাড়া দিতে উঠল জঙ্গিরা।

কর্তৃপক্ষের দাবি, সোমবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজ্যের পুলওয়ামা জেলা থেকে গুর্জর সম্প্রদায়ের দুই সদস্যকে অপহরণ করে নিয়ে যায় জঙ্গিরা। পরবর্তীতে এদের মধ্যে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হলেও; গভীর রাত পর্যন্ত ব্যাপক খোঁজাখুঁজির পর অপহৃত দ্বিতীয় জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

পুলওয়ামা পুলিশের এক মুখপাত্র বলেন, ‘এদিন সন্ধ্যায় জেলার ত্রালের বনাঞ্চল থেকে গুর্জর সম্প্রদায়ের সেই দুই সদস্যকে অপহরণ করা হয়। এদের মধ্যে আব্দুল কাদীর কোহলি নামে একজনের বাড়ি রাজৌরিতে। আর অপরজন মঞ্জুর আহমেদ শ্রীনগরের খোনমোহ অঞ্চলের বাসিন্দা।’

স্থানীয়দের বরাতে পুলিশের এ কর্মকর্তা আরও বলেছিলেন, ত্রালের অস্থায়ী আস্তানা ‘ঢোক’ থেকে বন্দুকধারীরা সম্প্রদায়টির এই দুই সদস্যকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ এই অপহরণের খবর পেয়ে তাৎক্ষণিক তল্লাশি অভিযানে মাঠে নামে। পরে দীর্ঘ খোঁজাখুঁজি শেষে আব্দুল কাদীর কোহলির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।’

তাছাড়া এতে অপর অপহৃতের সন্ধানে অভিযান অব্যাহত আছে বলেও জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।

সূত্র : এই সময়

এই বিভাগের আরও খবর