,

কাশিয়ানীর পারুলিয়ায় লাভলু মৃধার আলোচনা সভা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরাফত হোসেন লাভলু মৃধার পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বড় পারুলিয়া সালামিয়া এতিমখানা মাঠে আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীরমুক্তিযোদ্ধা নওজেশ আলী খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, সাবেক চেয়ারম্যান কুদ্দুসুর রহমান, শেখ লিয়াকত হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, রবিউল শরীফ, আলমগীর শেখ, টিটুল শেখ প্রমুখ।

সভার আগে ও পরে তিনি পোনা, হরিদাসপুর, মহানাগ, সাজাইল পারুলিয়া, শিবপুর, পদ্মবিলা, মাজড়াসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সমর্থন ও দোয়া চান।

এই বিভাগের আরও খবর