কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনাভাইরাসের প্রভাবে বেসরকারি সেবামূলক সংস্থা (এনজিও)’র কিস্তি আদায় বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে জীবনযাত্রায় বিভিন্ন রকমের বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বিধি-নিষেধের কারণে জনসাধারণের অর্থনৈতিক ক্ষেত্রে বিরুপ প্রভাব পড়ছে। এমতাবস্থায় কাশিয়ানী উপজেলায় পরিচালিত এনজিও সমূহের সকল প্রকার ক্ষুদ্রঋণ আদায় কার্যক্রম আগামী ৩০ মে ২০২০ ইং তারিখ পর্যন্ত বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
ইউএনও সাব্বির আহমেদ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে উপজেলার ক্ষুদ্র্রঋণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে জনসাধারণকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য বলা হয়েছে। উপজেলার প্রত্যেক নাগরিককে সরকারি বিধি-নিষেধ মেনে চলার অনুরোধ রইল।
তিনি জানান, বিষয়গুলো তদারকির জন্য উপজেলা প্রশাসনের টিম কাজ করবে। তবে নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। তবে এ পর্যন্ত বাংলাদেশে ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের।