,

কাশিয়ানীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কাশিয়ানী প্রতিনিধি: বাবুল মোল্লা (৫০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশ।

আসামি বাবুল মোল্লা উপজেলার ওড়াকান্দি গ্রামের ইউনুছ মোল্লার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান এর তত্বাবধানে এসআই শিপন, এসআই আলমগির ও এএসআই রসিদ অভিযান চালিয়ে ওড়াকান্দি এলাকার একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, বাবুল মোল্লা মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন থেকে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।

এই বিভাগের আরও খবর