কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।
সোমবার বিজয় দশমী শেষে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে এ ধর্মীয় উৎসব সম্পন্ন হয়েছে।
উৎসবকে ঘিরে উপজেলার পূজামন্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠনের নেতৃবৃন্দ পূজামন্ডপ পরিদর্শন, অনুদান প্রদান এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ২১৯টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উপজেলার পূজামন্ডপগুলোতে আনসার সদস্যদের পাশাপাশি থানা পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।’