,

কাশিয়ানীতে মোবাইলের দোকানে চুরি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে টিনের চালা কেটে মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ৪০টি মোবাইল, ৩০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড, নগদ প্রায় ৯০ হাজার টাকা চুরি হয়েছে হয়েছে বলে দাবি মালিকের।

শনিবার দিনগত রাতে উপজেলার ঘোনাপাড়া বাজারে ‘পুস্পিতা নেট’র দোকানে এ চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক মোস্তফা সরদার জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। সকালে দোকানে এসে সাটার খুলে দেখতে পান ওপরের চালার টিন কাটা ও মালামাল ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে আছে।

এ ঘটনায় মোবাইল, নগদ অর্থসহ আনুমানিক প্রায় পৌনে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই গনেশ বিশ্বাসকে পাঠিয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর