কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে তুহিন মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এতে তুহিনের স্ত্রী সাখি বেগম (৪০) মারাত্মক আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত তুহিন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের মৃত আছর আলী মোল্লার ছেলে।
কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার আমিনুর রহমান জানান, তুহিন স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে করে গোপালগঞ্জ থেকে কাশিয়ানীতে যাচ্ছিলেন। গোপালপুরে মোটর সাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই তুহিন মারা যায়। তার আহত স্ত্রীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।