কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ৪৫ বছরের উর্ধ্বে প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা সেবা, রোগ নির্ণয়, ওষুধ সরবরাহ ও স্বাস্থ্য জিজ্ঞাসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে উপজেলার হাতিয়াড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদের সভাপতিত্বে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. তরুণ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইলিয়াছুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল হোসেন খান, হাতিয়াড়া ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস প্রমুখ।