,

কাশিয়ানীতে মুক্তিযোদ্ধা বাবা ও ছেলেকে মারধর

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  তুচ্ছ ঘটনার জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. আক্কাজ মোল্যা (৭৩) নামে এক বীরমুক্তিযোদ্ধা ও তার ছেলে দিদার মোল্যাকে (৩০) মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাশিয়ানী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

আহত বীরমুক্তিযোদ্ধা মো. আক্কাজ আলী বলেন, ‘প্রতিবেশি জহিরুল মোল্যার ঘেরের পাইপের মুখের নেট খুলে মাছ বের করে দেওয়ার অভিযোগ তুলে জহিরুল আমার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালাগাল করে। আমার ছোট ছেলে গালাগালের প্রতিবাদ করায় তাকে মারধর করে জহিরুল। পরে জহিরুল তার বাবা, ভাই ও বোন জামাইকে সঙ্গে নিয়ে এসে আমাকে ও আমার ছেলেকে মারধর করে। এ সময় ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।’

এ ব্যাপারে জহিরুলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তারা প্রায়ই আমার ঘেরের পাইপের মুখ খুলে মাছ বের করে দেয়। বেড়া ভেঙে ও কলা গাছ কেটে ফেলে। সম্প্রতি আমার ঘেরের পাড়ের এক কাঁদি কলা খোঁয়া যাওয়ায় বিষয়টি মুক্তিযোদ্ধার ছেলেকে ডেকে বলি। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার মা-বাবা তুলে গালিগাল করে এবং আমার বাবাকে মারধর করে। নিজেরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।’

কাশিয়ানী থানার ওড়াকান্দি ইউনিয়ন বিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই আশুতোষ কুমার বলেন, ‘এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই বিভাগের আরও খবর