কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত দুগ্ধ উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কৌশল বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিল্ক ভিটার প্রকল্প পরিচালক আব্দুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এস, এম মাঈন উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা এফ এম এ মালেক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রসময় মন্ডল, ওসি মো. আজিজুর রহমান।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাতইল ইউপি চেয়ারম্যান বি, এম হারুন অর রশিদ (পিনু), সাবেক চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জু, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা, কাশিয়ানী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফায়েকুজ্জামান, সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, সাংবাদিক লিয়াকত হোসেন লিংকন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক গরুর খামারীরা উপস্থিত ছিলেন।