,

কাশিয়ানীতে মহান বিজয় দিবস পালিত

All-focus

বিডিনিউজ ১০ ডটকম:  গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে ৩১ বার তোপধ্বনির মধ্যেদিয়ে দিবসের সূচনা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান। তিনি মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস, ওসি মো. আজিজুর রহমান, কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, রাতইল ইউপি চেয়ারম্যান বি, এম, হারুন অর রশিদ প্রমুখ।

দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ, আলোচনা সভা, শিক্ষার্থীদের ডিসপ্লে, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিভাগের আরও খবর