,

কাশিয়ানীতে মসজিদে না আসার জন্য মসজিদের মাইকে ঘোষণা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: ‘এলাকার মুসল্লি ভাইয়েরা একটু পরে মাগরিবের আজান হবে। আপনারা কেউ মসজিদে আসবেন না। বাসায় বসে নামাজ আদায় করবেন।’

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ধর্ম মন্ত্রণালয় থেকে মুসল্লিদের মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ার নির্দেশনা জারি হয়েছে।

এ নির্দেশনা জারির পর কাশিয়ানী উপজেলার মসজিদে মসজিদে মাইকিং করে ঘরে নামাজ আদায় করতে মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে।

সোমবার মাগরিবের আগে মসজিদের মাইকে এ ঘোষণা দেওয়া হয়। কিছু কিছু মসজিদে এশার আজানের আগে মাইকিং করা হয়েছে। তবে কয়েকটি মসজিদে মাগরিব ও ঈশার নামাজে যথারীতি আগের মত মুসল্লিদের উপস্থিতি দেখা গেছে।

কাশিয়ানী ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন, ‘ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সরকার বড় ধরণের জমায়েত নিষিদ্ধ, সামাজিক দূরত্ব বজায় রাখার আদেশ দিয়েছেন, মসজিদে নামাজ ও জুম্মায় মুসল্লিদের উপস্থিতি সীমিত করতে বলা হয়েছে। শরীয়তের দৃষ্টিতে এসব সিদ্ধান্ত সঠিক।’

তিনি আরো বলেন, ‘আমাদের সবাইকে ঘরে বসে বেশি বেশি দোয়া, ইস্তেগফার ও নফল ইবাদত করতে হবে। যাতে আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করেন।’

এই বিভাগের আরও খবর