,

কাশিয়ানীতে মসজিদের ‘নামকরণ’ নিয়ে দ্বন্দ চরমে

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ২৭ বছরের পুরানো মসজিদের নামকরণ করা নিয়ে দু’পক্ষের মধ্যে চরম দ্বন্দ দেখা দিয়েছে। এক পক্ষের টাঙানো সাইনবোর্ড প্রতিপক্ষ খুলে ফেলায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।

উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সাতাশিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগে জানা গেছে, উপজেলার সাতাশিয়া গ্রামে স্থানীয় রিজিয়া বেগম ও শহিদ শরীফের দানকৃত ১০ শতাংশ জমির উপর ১৯৯২ সালে ‘সাতাশিয়া উত্তরপাড়া জামে মসজিদ’ নামে একটি মসজিদ নির্মিত। দীর্ঘ ২৭ বছর ধরে মসজিদটি একই নামে পরিচালিত হয়ে আসছে। গত দুই সপ্তাহ আগে ওই নাম সংবলিত একটি সাইনবোর্ড টাঙায় জমিদাতা ও স্থানীয়রা। সোমবার দুপুরে মসজিদ কমিটির সভাপতি সৈয়দ আলী মোল্যার নেতৃত্বে ফায়েক মোল্যা, আহম্মদ মোল্যা, পলাশ মোল্যা, নবীন মোল্যা, ইসমাইল মোল্যা, তাইজুল সরদার, আতাউর মোল্যা, নাদিম সরদার, মামুন সরদারসহ ১০/১২ জন লোক সংঘবদ্ধ হয়ে মসজিদে টাঙানো ওই সাইনবোর্ড খুলে ফেলেন। এ সময় তারা ‘সাতাশিয়া উত্তরপাড়া জামে মসজিদ’ লেখা সাইনবোর্ডটি ঘষে নষ্ট করে ফেলে দেন। এ ঘটনায় ওই এলাকার শরীফ ও মোল্যা গ্রুপের লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আলী মোল্যা সাইনবোর্ড খোলার কথা স্বীকার করে বলেন, ‘আমরা দুই পাড়ার লোকেরা মিলে যৌথভাবে মসজিদটি প্রতিষ্ঠিত করি। মসজিদের দলিলে মধ্যপাড়া জামে মসজিদ উল্লেখ রয়েছে। কিন্তু কিছুদিন আগে উত্তরপাড়ার লোকেরা একটি সাইনবোর্ড টানায়। এতে গ্রামের নাম উল্লেখ না থাকায় এলাকার ছেলেরা উত্তেজিত হয়ে সাইনবোর্ডটি খুলে ফেলে। তবে খোলা ও টানানোর সময় কেউই আমাকে কিছু বলেনি।’

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশরাফ শরীফ বলেন, ‘মসজিদটি নির্মাণের পর থেকে উত্তরপাড়া জামে মসজিদ নামে পরিচিত। কাগজপত্রেও উত্তরপাড়া লেখা রয়েছে। কিন্তু মধ্যপাড়ার লোকেরা জোরপূর্বক মসজিদের সাইনবোর্ড খুলে ফেলে এবং তাদের মনগড়া সাইনবোর্ড মসজিদে টাঙানোর পাঁয়তারা করছে।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান দ্বন্দের কথা স্বীকার করে বলেন, ‘এলাকাবাসীর পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। উভয়পক্ষকে ডেকে সমঝোতা করে দেয়া হবে।’

এই বিভাগের আরও খবর