,

কাশিয়ানীতে ‘বেদে বহরে’ প্রশাসনের ইফতার সামগ্রী বিতরণ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনাভাইরাসে আটকেপড়া বেদে বহরে ইফতার সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভাটিয়াপাড়া ওভারব্রিজের নিজে অবস্থানরত ভাসমান বেদে বহরে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেদে বহরের ৩০টি পরিবারের হাতে খেজুর, বুট, চিনি ও মুড়ি তুলে দেন ইউএনও সাব্বির আহমেদ সাব্বির আহমেদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, ‘রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেদে পরিবারগুলোকে ইফতার সামগ্রী দেয়া হয়েছে। এর আগে তাদের সরকারি খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সরকারি খাদ্য সহায়তা নিয়ে একাধিকবার বেদে বহরে যাওয়ায় একটি বিষয় উপলব্ধি করেছি, বেদে বহরের লোকেরা খুব অল্পতেই তারা তুষ্ট।’

এই বিভাগের আরও খবর