কাশিয়ানী প্রতিনিধি: গত দু’সপ্তাহ ধরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় তীব্র তাপদাহ শেষে দেখা মিলেছে বৃষ্টির।
বৃহস্পতিবার (২৩এপ্রিল) বিকাল সাড়ে ৫ টা থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে উপজেলার কোথাও ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরের পর থেকে আকাশে কালো মেঘ করছিল। বিকালে হালকা বাতাসের সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ফলে জরুরী প্রয়োজনে বাইরে থাকা ও অফিসের লোকজন চরম দূর্ভোগে পড়েন। তবে দীর্ঘদিন পর বৃষ্টি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।
এদিকে, বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে মাঠে বোরো ধানসহ ফসলের ক্ষতির আশংকা করছেন কৃষকরা।
কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) তিলক কুমার ঘোষ বলেন, ‘সামান্য বৃষ্টিতে চলতি বোরো ধানের তেমন ক্ষতি হবে না। তবে এর চেয়ে বেশি ঝড় ও শিলাবৃষ্টি হলে উঠতি ফসল বিশেষ করে বোরো ধান, কলা, আম ও সবজির ক্ষতি হতে পারে।’