কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশ মাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের মঙ্গল কামনায় অষ্টম বার্ষিক ২৪প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।
রোববার (১৮নভেম্বর) রাতে কাশিয়ানী উপজেলা সদরের নিশানাথতলা রাধা গোবিন্দ ও শ্রী শ্রী মনসা মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলাকীর্তন শুরু হয়।
বৃহস্পতিবার (২২নভেম্বর) সন্ধ্যায় নগরকীর্তন, কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল, মহাপ্রভূর ভোগ মহোৎসব, প্রসাদ বিতরণ ও মহন্ত বিদায়ের মধ্যদিয়ে পাঁচদিনের আনুষ্ঠানিকতা শেষ হবে।
অনুষ্ঠানে পাঁচদিনে বাগেরহাটের জয় পাগল সম্প্রদায়, বরিশালের মঞ্জুশ্রী ও কৃষ্ণ গোপাল সম্প্রদায়, গোপালগঞ্জের কনিকা, বেনী মাধব ও রায় বিনোদনী সম্প্রদায় এবং কাশিয়ানীর রাজ নারায়ণ সম্প্রদায়সহ মোট সাতটি কীর্তনীয়া দল নামসুধা পরিবেশন করবেন।