কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশ মানছেন না সাধারণ মানুষ। নানা তৎপরতার পরও সাধারণ মানুষকে ঘরে আটকে রাখতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পাড়া মহল্লা থেকে শুরু করে বিভিন্ন হাট-বাজার, রাস্তা-ঘাটে মানুষের উপস্থিতি চোখে পড়ছে।
সেনাবাহিনী বা পুলিশকে দেখলে কিছুটা আড়ালে থাকলেও পুনরায় জনসমাগম সৃষ্টি করছে। কাশিয়ানী উপজেলায় সামাজিক দূরত্ব ও মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি কাজ শুরু করেছেন সেনাবাহিনীর একটি টিম।
বৃহস্পতিবার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের সমন্বয়ে এ টিমের কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে গিয়ে দেখা গেছে, মানুষের সমাগম দেখলেই সেখানে গাড়ি থামিয়ে সেনা সদস্যরা মানুষের সাথে কথা বলছেন ও দ্রæত এলাকা ত্যাগ করে ঘরে থাকার নির্দেশ দিচ্ছেন। সেনা সদস্যরা ইজিবাইক, মোটর সাইকেল, প্রাইভেটকার, রিক্সা থামিয়ে যাত্রী ও চালকদের মাস্ক, হ্যান্ড গøাভস আছে কিনা তা পর্যবেক্ষণ করছেন। না থাকলে, অনেককে মাস্ক পড়িয়ে দিয়েছেন। তারা এগুলো ব্যবহারের নির্দেশনা দিচ্ছেন। ঘরের বাইরে আসার বিষয়টি সাধারণ মানুষকে তারা জিজ্ঞাসা করছেন। সেনাসদস্যরা মাস্ক ও হ্যান্ড গøাভস পরে মোটরসাইকেলে মাত্র এক জনকে আরোহণের নির্দেশ দিচ্ছেন। সেনাবাহিনীর টহলরত প্রতিটি গাড়ি থেকেই সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। তারা সমাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে মাঠে কাজ করে যাচ্ছেন।
গোপালগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াছুর রহমান বলেন, ‘কাশিয়ানী উপজেলায় জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় একজন ম্যাজিষ্ট্রেট সেনা সদস্যদের টিমের সাথে কাজ করছেন। তারা সংক্রামক করেনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব ও মানুষকে ঘরে থাকার বিষয়টি নিশ্চিতে কাজ করছে। কেউ সমাজিক দূরত্ব ও ঘরে থাকার নিয়ম লঙ্ঘন করে বাইরে ঘুরাঘুরি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’