,

কাশিয়ানী নির্বাচন অফিসে আগুন

কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাচন অফিসে আগুন লেগেছে। এতে অফিসের নিচতলায় রক্ষিত প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

আজ রোববার (১৫ মে) ভোর ৫ টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনও জানা যায়নি। তবে ইভিএম মেশিনের ব্যাটারি থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ভোরে স্থানীয়রা নির্বাচন অফিসের নিচতলায় আগুন দেখতে পেয়ে তাৎক্ষনিক বিষয়টি ইউএনওকে জানান তারা। ইউএনও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়জুল মোল্যা জানান, আগুনে অফিসের বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। দ্রæত আগুন নেভানোর কারনে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল রক্ষা পেয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি। আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখার পর কারণ জানা যাবে।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর