কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ যোগদান করেছেন।
এ উপলক্ষে রোববার উপজেলা অডিটোরিয়মে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, সমাজসেবক মুন্্শী ওয়াহিদুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ প্রমুখ।
এর আগে নবাগত ইউএনওকে উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।