,

কাশিয়ানীতে ‘নকল মোড়কে’ বিক্রি হচ্ছে আইসক্রিম!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে নকল মোড়ক ব্যবহার করে আইসক্রিম বিক্রি করায় এক আইসক্রিম ফ্যাক্টরী মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটিয়াপাড়া বাজারে মেসার্স বৈশাখী সুপার আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।

শামীম হাসান জানান, সোমবার দুপুরে উপজেলার ভাটিয়াপাড়া বাজারে মেসার্স বৈশাখী সুপার আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়-ফ্যাক্টরীর উৎপাদিত আইসক্রিমের মোড়কের গায়ে প্রস্তুতকারক হিসেবে ‘সোহেল সুপার আইসক্রিম ফ্যাক্টরী’ এবং কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শেরকান্দি হলবাজার ঠিকানা লেখা। অথচ আইসক্রিমগুলো তৈরী করা হচ্ছে ভাটিয়াপাড়াতে। মোড়কজাত আইন লঙ্ঘন করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক লিটন মোল্যাকে ১০ হাজার টাকা জরিমাণা করা হয়। এ সময় জব্দকৃত ১০ হাজার খালি মোড়ক ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, নিরাপদ খাদ্য সকলের জন্য প্রযোজ্য। ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বিপননের বিরুদ্ধে আমরা নিয়মিত বাজার অভিযান পরিচালনা করে থাকি। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর