লিয়াকত হোসেন (লিংকন): গোপালগঞ্জের কাশিয়ানীতে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দিনব্যাপী মেলা ও প্রতিমা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রায় একশ বছরের অধিক সময় ধরে দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
মঙ্গলবার (৮অক্টোবর) বলুগা নদীর তীরে উপজেলার রামদিয়া বাজারে এ মেলায় প্রচুর লোকের আগমন ঘটে।উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রতিমা প্রদর্শনের জন্য নৌকা ও ট্রলার যোগে ওই নদীতে প্রতিমা নিয়ে আসেন।
এছাড়া আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা তাদের নানা পণ্য সমগ্রী বেচাকেনার উদ্দেশ্যে মেলাতে দোকানপাট নিয়ে আসেন। মেলায় মৃৎশিল্প, কাঠ ও লোহার তৈরী আসবাবপত্র, বাঁশ ও বেতের সামগ্রীসহ ফলমূল, জিলাপি এবং মিষ্টিজাত দ্রব্যের দোকানপাট বসেছিল।
মেলাকে ঘিরে প্রতি বছর আশপাশের শতাধিক গ্রাম বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকদের মাঝে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।এছাড়াও মেলা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের বৌ-ঝি, জামাই-মেয়ে ও আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে থাকেন। স্থানীয় লোকজন এই মেলা থেকে তাদের পছন্দের কাঠ ও স্টিলের আসবাবপত্র, দা, কাঁচি, ছুরিসহ সংসারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনে থাকেন।
তবে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, এক সময় এ মেলাকে ঘিরে বিশাল নৌকা বাইচের আয়োজন করা হতো। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাব ও বলুগা নদীর নাব্যতা সংকটের কারণে সেই ঐতিহ্য হারিয়ে গেছে। সরকারীভাবে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নৌকা বাইচের উদ্যোগ নিলে হয়তো সেই ঐতিহ্য ফিরে আসতো বলে তারা মনে করছেন স্থানীয়রা।