কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে শাহিনুর বেগম (৩৫) নামে এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কাগদী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
শাহিনুর ফরিদপুরের নগরকান্দা উপজেলার রায়চর গ্রামের শাহজাহান শেখের মেয়ে ও নূর আলমের স্ত্রী।
স্থানীয়রা জানান, শাহিনুর কয়েকদিন আগে বাবার বাড়ি থেকে কাশিয়ানী উপজেলার কাগদী মামা বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে মামা বাড়ি থেকে খালা বাড়ি যাবার সময় রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।