,

কাশিয়ানীতে জোরপূর্বক ‘জমি দখলের’ পাঁয়তারা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যবসায়ীর জমি দখলে নিতে বাঁশের বেড়া ভাংচুর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

প্রভাবশালীদের হত্যার হুমকির ভয়ে জমির পূর্বের মালিক (বিক্রেতা) সন্তোষ কুমার দাস বাড়ি ছেড়ে স্ত্রীসহ নৌকাযোগে বিলের মধ্যদিয়ে পালিয়ে যান।

বৃহস্পতিবার (২০অক্টোবর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ধোপড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে ক্রয়সূত্রে জমির মালিক এমএম আনোয়ার হোসেন মটু বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার গোয়ালগ্রামের বাসিন্দা ব্যবসায়ী আনোয়ার হোসেন মটু পার্শ্ববর্তী ধোপড়া গ্রামে ৫২ শতাংশ জমি দলিলমূলে ক্রয় করেন। জমিটি তিনি ওই গ্রামের সন্তোষ দাসের কাছ থেকে কিনেন। ১৫ শতাংশ জমিতে বালু ফেলে ভরাট করে সেখানে বাঁশের বেড়া দেন তিনি। কিন্তু এলাকার প্রভাবশালী জাহিদ, আশরাফ, রিন্টু, বাপ্পি, বাবলু, অসিমসহ ১০-১৫ জন সংঘবদ্ধ হয়ে ওই জমিতে প্রবেশ করে দখলের উদ্দেশ্যে বাঁশের বেড়া ভেঙে ফেলে। বিষয়টি জমি বিক্রেতা সন্তোষ দাস দেখে তাদেরকে নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে লোহার রড, শাবল ও বাঁশের লাঠি নিয়ে সন্তোষ দাসকে হত্যার উদ্দেশ্যে উদ্যত হন। তিনি জীবন বাঁচানোর জন্য স্ত্রীসহ বিলের মধ্য দিয়ে নৌকায় পালিয়ে যান। এ সময় ওই প্রভাবশালীরা জমির ক্রেতা-বিক্রেতা দুজনকে হত্যার হুমকি দেন।

অভিযুক্তদের সাথে কথা হলে তারা বলেন, ‘ওখানে সরকারি (খাস) জমি রয়েছে। সেটা আমরা মন্দিরের কাজে লাগাতে চাই। খাস জমিতে বেড়া দেওয়া হয়েছিল, সেটা আমরা তুলে ফেলে দিয়েছি।’

দীঘড়গাতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রফুল্ল কুমার বসু বলেন, ‘ওই এলাকায় গ্রাম্য দুটি গ্রুপ। দীর্ঘদিন ধরে একটি গ্রুপ খাস জমি জোরপূর্বক ভোগদখল করে আসছে। কিন্তু এখন সে জমি তাদের হাত ছাড়া হয়ে যাওয়ায় দু’পক্ষ অহেতুক সংঘাতে জড়াচ্ছে। আগামী সপ্তাহে জমি পরিমাপ করে খাস জমির সীমানা নির্ধারণ করে দেয়া হবে। সরকারি জমি আমরা দখলে নিয়ে নেব।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর