,

কাশিয়ানীতে ছাত্রলীগের ‘ফ্রি সবজি বাজার’

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: করোনা সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশনায় ঘরে থাকা কর্মহীন অসহায় মানুষের মাঝে সবজি বিতরণ করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীর ৬শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে এ সবজি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আনোয়ার হোসেন আনু, ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক শেখ মাসুমসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর