,

কাশিয়ানীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বোনের সাথে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আরফা খানম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার তারাইল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরফা ওই গ্রামের হাফিজুর রহমান ওরফে বাবু শেখের মেয়ে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আরফা ও তার বোন মিথিলা এক সাথে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে যায়। এ সময় মিথিলার অগোচরে আরফা পানিতে ডুবে যায়। পরে মিথিলা বিষয়টি বাড়িতে গিয়ে অভিভাবকদের জানালে তারা নদীতে অনেক খোঁজাখুজি করে দেড় ঘন্টা পরে আরফাকে উদ্ধার করে। তাৎক্ষনিক আরফাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার মোঃ আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর