,

কাশিয়ানীতে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নাসরিন সুলতানা ৪৭৩৭ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক নিয়ে ৪০০৩ ভোট পেয়েছেন।

সোমবার সকাল ৯টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এ সময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিল।

কাশিয়ানী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নি কর্মকর্তা মো. হাচেন উদ্দিন জানান, ‘শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনও অভিযোগ পাওয়া যায়নি।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ বলেন, ‘কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন হয়েছে।

এই বিভাগের আরও খবর