কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
দিবসের প্রথম প্রহরে রাত ১২.টা ১ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মাঈন উদ্দিন, উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া বিরু ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমানের নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শিল্পকলা একাডেমী, উদীচি শিল্প গোষ্ঠী, উপজেলা স্বাস্থ্য ক্যাম্পাস, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।