কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ী গ্রামের বিলজুড়ে এখন পদ্মফুলের সমারোহ। প্রকৃতির এই অপরুপ সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিদিন এই বিলে ভিড় করছেন অসংখ্য প্রকৃতিপ্রেমীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিলবেষ্টিত বেথুড়ী গ্রামের শ্মশান সংলগ্ন বিল ও লক্ষ্মীডাঙ্গার বিলে প্রতি বছর বর্ষার শুরুতে ভরে উঠে পদ্মফুলে। এক সময় এসব বিলে শাপলা ফুল হতো। এখন প্রচুর পদ্মফুল ফুঁটছে। বিলের পানিতে ফুটে থাকা পদ্মফুলের নয়ানাভিরাম সৌন্দর্য্য আর্কষণ করছে দর্শণার্থীদের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিলজুড়ে যতোদূর চোখ যায়, ফুটে আছে জলজ ফুলের রানী পদ্মফুল। কোনটি ফুটেছে, আবার দর্শণার্থীরা নৌকায় ঘুরে উপভোগ করছেন পদ্মবিলের অপরুপ সৌন্দর্য। যা দেখতে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে বিলে ভিড় করছেন দর্শণার্থীরা। কেউ পদ্মফুল ছিঁড়ছেন, কেউ মুঠোফোন দিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করছেন।
কাশিয়ানী সদর থেকে ঘুরতে আসা জুয়েল খান বলেন, ‘আমি ফেসবুকে পদ্মবিলের ভিডিও দেখে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। দেখে খুবই ভালো লাগলো।’
বেথুড়ী ইউপি চেয়ারম্যান মো. ইমরুল হাসান মিয়া বলেন, ‘বেথুড়ী গ্রামের কয়েকটি বিলে প্রতি বছর প্রাকৃতিকভাবে প্রচুর পদ্মফুল ফোঁটে। এ বছরও প্রচুর পদ্মফুল ফুঁটেছে। দিন দিন পদ্মফুল দেখতে আসা দর্শণার্থীদের ভিড় বাড়ছে। তবে কিছু অসচেতন মানুষ এসে ফুল ছিঁড়ে বিলের সৌন্দর্য নষ্ট করছে। বর্ষাকালে পদ্মবিল সংরক্ষণে উদ্যোগ নেয়া হবে।’
-লিয়াকত হোসেন লিংকন