জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: বেকার যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা আরমান ইসলাম ওরফে ইমরান। নিজ এলাকায় গড়ে তুলেছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশে দক্ষতার সাথে কাজ করছেন অনেকে। স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা।
ইমরানের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড়পারুলিয়া গ্রামে। বাবা একজন কৃষক। ৬ ভাই-বোনের মধ্যে ইমরান সবার ছোট। পারুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাস করেন। অর্থাভাবে লেখাপড়া করা হয়নি। ২০০৯ সালে জীবিকার তাগিদে নারায়ণগঞ্জে চলে যান। সেখানে ফ্রেশ শিপইয়ার্ডে চাকরি নেন। এরপর পদ্মাসেতু, তিতাস গ্যাস, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও খুলনা পাওয়ার হাউজসহ বিভিন্ন কোম্পানীতে দক্ষতার সাথে কাজ করেন তিনি।
অভাবের সংসারে জন্ম নিয়ে দরিদ্র্যতাকে হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন। আর তাই এলাকার বেকার যুবকদের কথা চিন্তা করে পাশর্^বর্তী সাজাইল বাজারে গড়ে তুলেছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন সিঙ্গাপুর ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। দক্ষ-প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অল্প দিনে বেশ প্রশংসা কুড়িয়েছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সিংগাপুর, মালয়েশিয়া, রাশিয়া, জাপান, কোরিয়াসহ বেশ কয়েকটি দেশে প্রায় ২০ জন কর্মী কর্মরত রয়েছেন। আবার অনেকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানও দাঁড় করিয়েছেন।
দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণ কোর্সে বর্তমান ৪৫ জন প্রশিক্ষণার্থী রয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রশিক্ষণ কেন্দ্রটিতে আধুনিক মেশিন, দক্ষ প্রশিক্ষক, নিরাপত্তা ও অগ্নিনির্বাপক ব্যবস্থা, দক্ষ জনবল, অবকাঠামো এবং প্রয়োজনীয় সব যন্ত্রপাতি রয়েছে। এখানে ওয়েল্ডিং, ফেব্রিকেটর, পাইপ ফাইটারের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
ময়মনসিংহ থেকে প্রশিক্ষণ নিতে আসা যুবক আনোয়ার হোসেন (২৫) বলেন, ‘এখানে প্রশিক্ষণের মান অনেক ভালো। দক্ষ ও আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের এলাকার অনেকেই এখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন। আমিও শুনে এখানে এসে প্রশিক্ষণ নিচ্ছি। ভালো লাগছে।’
তরুণ উদ্যোক্তা ইমরান বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে কারিগরি দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। আমি এলাকার বেকার যুবকদের দক্ষ ও স্বাবলম্বী করতে প্রশিক্ষণ কেন্দ্রটি চালু করেছি। এখানে আধুনিক মেশিন ও আন্তর্জাতিক মানের দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অনলাইন সার্টিফিকেট দেওয়া হয়। এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অনেকেই দক্ষকর্মী হয়ে দেশের বাইরে দক্ষ ও সুনামের সাথে কাজ করছেন।’