,

কাশিয়ানীতে ‘ডাকাত আতঙ্ক’, নির্ঘুম রাত এলাকাবাসীর

কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা: সরকার পতনে পুলিশ ব্যবস্থা ভেঙে পড়ার পর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ডাকাত আতংক ছড়িয়ে পড়েছে। ভয়ে নির্ঘুম রাত কাটিয়েছেন অনেক এলাকার বাসিন্দারা।

বুধবার দিবাগত রাত থেকে উপজেলার রাতইল, চাপ্তা, ঘোনাপাড়া, তিলছড়া এলাকায় এ ডাকাত আতংক ছড়িয়ে পড়ে। প্রতিরোধে লাঠিসোটা নিয়ে মধ্যরাতে রাস্তায় নেমে আসেন মানুষ। তবে কোথাও ডাকাতি হয়েছে বলে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

উপজেলার চাপ্তা মিনাপাড়ার বাসিন্দা মোয়াজ্জেম হোসেন মুক্তি মিনা বলেন, ‘রাত ১টার দিকে অপরিচিত কিছু লোকজন দুটি মাইক্রোবাসে এসে চাপ্তা ও ঘোনাপাড়া বাজারে মাইক্রোবাস থামায়। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মসজিদ থেকে মাইকিং করে লোকজনকে সতর্ক করা হয়। পরে কয়েক শ’ লোক লাঠিসোটা নিয়ে এসব বাজারে অবস্থান নেয়।’

তিলছড়া বাজারের ব্যবসায়ী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বাজার লুট করতে বাইরে থেকে ডাকাত দল আসতেছে বলে গভীর রাতে খবর ছড়িয়ে পড়লে আমরা ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ি। ডাকাত প্রতিরোধে আমরা বাজারের ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাজার পাহারা দেই। সারারাত নির্ঘুম রাত কাটিয়েছি। কিন্তু এর কোনো সত্যতা পাওয়া যায়নি।’

চাপ্তা গ্রামের বাসিন্দা নাঈম হাসান মিয়া উদয় বলেন, ‘ডাকাতির বিষয়টি ছিল সম্পূর্ণ গুজব। আমরা এখন পর্যন্ত ডাকাতের কোন সত্যতা পায়নি। আমরা এলাকাবাসী যথেষ্ট তৎপর ছিলাম। বাজারের ব্যবসায়ীরা পাহারার ব্যবস্থা করেছিলেন। চৌকিদাররাও সতর্ক অবস্থানে ছিল।’

এ বিষয় কাশিয়ানী থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর