,

কাশিয়ানীতে ‘ঘাট দখলমুক্ত’ করতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাহুথড় বাজারের নৌঘাট অবৈধ দখলমুক্ত করতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মে) বেলা ১১টায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন শতাধিক কৃষক-ব্যবসায়ী।

এ সময় বক্তব্য রাখেন হাতিয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশা মোল্যা, ব্যবসায়ী মনিন্দ্রনাথ বালা, নিত্য মজুমদার, ধন্য বিশ্বাস, প্রণব সরকার প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় জনপ্রতিনিধির যোগসাজসে প্রভাবশালী মানিক মজুমদার দীর্ঘদিন ধরে বাজারের পূর্বপাশের শত বছরের পুরানো ঘাটটি দখল করে সেখানে দোকান ঘর নির্মাণ করেছেন। এতে বাজারের ব্যবসায়ী ও কৃষকদের নৌপথে পণ্য ওঠা-নামানো ব্যাহত হচ্ছে। ঘাটটি দখলমুক্ত করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন তারা।

এই বিভাগের আরও খবর