কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে সেবামূলক সংগঠন খেদমতে খলকের উদ্যোগে বিনামূল্যে দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার তারাইল ফুকরায় আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ সময় সেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. এস এম কামরুল হাসান, মহিলারোগ বিশেষজ্ঞডা. শারমিন সিদ্দিকী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. মামুন অর রশিদ, মেডিসিন ও হৃদরোগ অভিজ্ঞ ডা. কাজী শেফায়েত এনাম, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. হাফিজুর রহমান সৌরভ, মেডিসিন, বাতব্যথা ও ডায়েবেটিস বিষয়ে অভিজ্ঞ ডা. মো. রেজভী আহমেদ।
তারাইল ফুকরা মাদ্রাসার সভাপতি ডা. এস এম কামরুল হাসানের তত্ত¡াবধানে প্রায় ৮ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, মাদ্রাসার মোহতামিম মুফতি ইউসুফ আহমেদ, ফুকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শের আলী মোল্যা, সাধারণ সম্পাদক কেএম রফিক উল হাসান সুমন ও এ্যাডভোকেট মো. সিদ্দিকুজ্জামান খাকী উপস্থিত ছিলেন।
-এম, এ জামান