কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে হরষিত বিশ্বাস (৪৫) নামে এক কৃষকের পুকুরপাড়ের অর্ধশতাধিক কলাগাছ কেটে সাবাড় করেছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।
মঙ্গলবার উপজেলার বেথুড়ী ইউনিয়নের ধীরাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী ওই কৃষক।
অভিযোগে জানা গেছে, উপজেলার ধীরাইল গ্রামের প্রভাবশালী কাশেম চৌধুরী দীর্ঘদিন ধরে প্রতিবেশি হরষিত বিশ্বাসের পৈত্রিক জমি দখল করার পাঁয়তারা করে আসছেন। এরই জের ধরে গত ২৮ সেপ্টেম্বর সকালে ওই জমিতে থাকা আকাশ মনি, তাল ও কলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় অর্থশতাধিক গাছ কেটে সাবাড় করে ফেলেছেন ওই প্রভাবশালী।
ক্ষতিগ্রস্থ কৃষক হরষিত আরও জানান, প্রভাবশালী কাশেম চৌধুরী এরআগেও জোর করে গাছ কেটেছিল এবং জমি দখলের চেষ্টা করেছিলেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বৈঠক করে সমাধান করে দিয়েছিলেন।
এ বিষয় কাশেম চৌধুরীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি আমার জায়গার গাছ কেটেছি। আমি আরও হরষিতের জমির মধ্যে ২০ ফুট জায়গা পাবো।’
রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’