,

কাশিয়ানীতে ‘কিশোর-কিশোরী ক্লাবে’ শোক দিবস পালন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার সাজাইল ও শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

এছাড়াও ফিল্ড সুপারভাইজার রমেশ কুমার ঘোষ, জেন্ডার প্রমোটর সাগরিকা লস্কর, সাজাইল কেন্দ্রের সঙ্গীত শিক্ষক অসীম বিশ^াস, আবৃত্তি শিক্ষক মো. জামাল উদ্দিন, শিবপুর কেন্দ্রের অরণ্য বিশ^াসসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি, বঙ্গবন্ধুর ভাষণ, নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে নানা ধরণের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর