,

কাশিয়ানীতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ মিয়া (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল্লাহ ওই গ্রামের এরশেকুল মিয়ার ছেলে ও রামদিয়া সরকারি এসকে কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আব্দুল্লাহ বোরো ধানের জমিতে সার ছিঁটাতে গিয়েছিল। সার ছিঁটিয়ে সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে একটি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, এরআগেও গত এক সপ্তাহে উপজেলার সিংগা ও যদুপুর গ্রামে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর