,

কালিয়ায় সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী!

মো. হাচিবুর রহমান: নড়াইলের কালিয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পুরানো সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

উপজেলার নড়াগাতী-বাঐসোনা সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

অভিযোগে সত্যতা যাচাই করতে গত ৬ ফেব্রুয়ারী (সোমবার) সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কে নিম্নমানের ইটের খোয়া ও সড়কের পাশের হ্যাজিং নিম্নমানের ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। এছাড়া সংস্কার কাজ তদারকিতে কোনো কার্য সহকারীকে (ওয়ার্ক এসিস্টেন্ট) দেখা যায়নি।

স্থানীয়রা জানান, এই সড়কটি নড়াগাতী থানায় আসার একটি গুরুত্বপূর্ণ সড়ক। রাস্তা সংস্কারে নিম্নমানের পচা ইট ও পোঁড়া মাটির মত সুড়কি ব্যবহার করে বালু দিয়ে ঢেকে দেওয়া ও হ্যাজিংয়ে নিম্নমানের ইট ব্যবহার করা চরম অন্যায়। ক্ষিপ্ত এলাকাবাসী, পোঁড়া মাটির মত খারাপ ইট দিয়ে তৈরি রাস্তার স্থায়ীত্ব নিয়ে খারাপ মন্তব্য করেন।

এ ব্যাপারে ঠিকাদার মহিউদ্দিন তালুকদারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ৮৯ লক্ষ টাকার কাজটি তিনি করছেন। ওই সড়ক সংস্কারে কোনো নিম্নমানের ইট-বালু ব্যবহার করা হচ্ছে না। তবে কিছু জায়গা খারাপ হতে পারে বলে তিনি স্বীকার করেছেন।

এ বিষয়ে উপজেলা এলজিইজি প্রকৌশলী প্রণব কান্তি বলের কাছে জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে ঘটনাস্থল থেকে সঠকে পড়েন।

এই বিভাগের আরও খবর