বিডিনিউজ ১০, আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে এখন পর্যন্ত শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রাণ হারিয়েছে ৮০ হাজারের বেশি মানুষ। আর দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৪ লাখ মানুষ।
ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রবিবার পর্যন্ত মারা গেছে ৮০ হাজার ৮৪৮ জন এবং আক্রান্ত ১৩ লাখ ৭০ হাজারের বেশি। আর কোভিড-১৯ রোগ থেকে আরোগ্য লাভ করেছেন ২ লাখ ৫৬ হাজার মানুষ। ১০ লাখ ২৯ হাজার ১৯৪ জন হাসপাতালে চিকিত্সাধীন। দেশটিতে সবচেয়ে বেশি মারা গেছে নিউ ইয়র্কে (২৬ হাজার ৮১২ জন)।
বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের নিকটবর্তী নেই কোনো দেশ। আক্রান্তে দ্বিতীয় স্থানে থাকা স্পেনের তুলনায় যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচগুণ।
এমন পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করেছেন মার্কিন বুদ্ধিজীবী অধ্যাপক নোয়াম চমস্কি। তার বিরুদ্ধে আমেরিকানদের পিঠে ছুরি মারারও অভিযোগ করেছেন তিনি। ব্রিটিশ মিডিয়া দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাত্কারে এই মন্তব্য করেন চমস্কি।